বিবিএন ডেস্ক : ইতালির লামপেদুসা দ্বীপের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে ৫৩৯ জন অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে। এরা সাগর পথে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। উদ্ধারের পর অভিবাসনপ্রত্যাশীদের লামপেদুসা দ্বীপে আনা হয়। এ কাজে ইতালির কোস্টগার্ড ও পুলিশের নৌযান সহায়তা করে। রবিবার (২৯ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে একদিনে এর চেয়ে বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়নি। লামপেদুসা দ্বীপের মেয়র তোতো মার্তেল্লো বলেন, সম্প্রতি বিভিন্ন উদ্ধার অভিযানের মাধ্যমে যত অভিবাসনপ্রত্যাশীকে এই দ্বীপে আনা হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক লোককে এবার আনা হয়েছে।