• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

এবার স্প্যানিশ লিগ মাতাবেন বাংলাদেশি ফুটবলার জিদান মিয়া

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৮, ২০২১
এবার স্প্যানিশ লিগ মাতাবেন বাংলাদেশি ফুটবলার জিদান মিয়া

 

বিবিএন স্পোর্টস ডেস্ক:ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরীরর নাম সবার জানা। এবার প্রথম বাংলাদেশি ফুটবলার হিসেবে স্প্যানিশ দলে নাম লেখালেন জিদান মিয়া। লা লিগার দল রায়ো ভায়েকানোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি।

শনিবার (২৮ আগস্ট) জেনেভো সকার অ্যাকাডেমি বিষয়টি জানিয়েছে।

অ্যাকাডেমির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চুক্তি সংক্রান্ত ছবিও প্রকাশ করা হয়।

আরও পড়ুন… বিদায় বার্তায় যা বললেন রোনালদো (ভিডিও)
২০০১ সালের ৭ মার্চ ইংল্যান্ডের রাজধানী লন্ডনে জন্ম নেন জিদান। বাবার নাম সুফিয়ান মিয়া মা শিপা মিয়া। জিদানের দাদা বাড়ি মৌলভীবাজারের রাজনগর উপজেলার। বাবা সুফিয়ান সত্তরের দশকে লন্ডনে পাড়ি জমান।

ফুটবল পাগল বাবার হাত ধরে জিদানের হাতেখড়ি। ছোট বেলায় ডেভিড বেকহ্যাম সকার অ্যাকাডেমিতে ভর্তি হন। দুই বছর প্রশিক্ষণ নিয়ে ক্রিসটাল প্যালেস এফসির জুনিয়ার পর্যায়ে খেলেছেন। আর্সেনাল এফসি ডেভেলপমেন্ট স্কোয়াডের হয়েও মাঠে নামেন তিনি। ডেনমার্ক, হংকং ও থাইল্যান্ডের বিভিন্ন জুনিয়র ক্লাবে খেলারও অভিজ্ঞতা আছে তার।

এদিকে ভায়েকানোতে জিদানের যোগ দেয়া প্রসঙ্গে জেনেভো সকারের পক্ষ থেকে জানানো হয়, ‘প্রথম বাংলাদেশি হিসেবে জিদান মিয়াকে লা লিগায় চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। চুক্তির আগে রায়ো ভায়েকানোর অ্যাকাডেমির আবাসিকে ২ মাস ছিল জিদান। সেখান থেকে ট্রায়ালের সুযোগ পায়। ট্রায়াল থেকে নির্বাচিত হন। রায়ো ভায়েকানোর পরিচালককে ধন্যবাদ।’

চুক্তি সম্পন্ন করতে জেনোভা সকারের পরিচালক মরিস পানেইলো জিদানের এজেন্ট হিসেবে ভূমিকা রাখেন।

এদিকে চলতি মৌসুমেই লা লিগা নিশ্চিত করেছেন দলটি। প্রথম ম্যাচে ৩-০ ব্যবধানে হারতে হয় তাদের। দ্বিতীয় ম্যাচে রিয়াল সোসিওদাদের বিপক্ষে ১-০তে হেরেছে তারা।