লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে দেশে উন্নয়নের জোয়ার বইছে। সারা দেশে সুষম উন্নয়ন করতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে দেশের উন্নয়ন কাজে যার যার অবস্থান থেকে কাজ করার ও আহ্বান জানান তিনি।
১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের স্মরণে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের আয়োজনে এক ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুলের সঞ্চালনায় অংশ নেন সহ সভাপতি এডভোকেট অবনী মোহন দাস, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম, সৈয়দ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জুনেদ আহমদ, এডভোকেট আব্দুল করিম, শামিম আহমদ চৌধুরী,এডভোকেট আজাদুল ইসলাম রতন, জাহাঙ্গীর চৌধুরী,সিতেষ তালুকদার, কামরুল হাসান চৌধুরী,নিগার সুলতানা কেয়া, মঞ্জুর আলম চৌধুরী,অমল কর, আসাদুজ্জামান সেন্টু,হাবুল চৌধুরী,কল্লোল তালুকদার, মাহতাবুল হাসান সমুজ, শামিম আহমদ
আবুল হোসেন খান(সভাপতি তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ)
বিলকিস(সাধারণ সম্পাদক,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ)
ফরিদ উদ্দিন তারেক(আহবায়ক দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগ)
শামিমুল ইসলাম(যুগ্ম আহবায়ক দোয়ারা বাজার উপজেলা আওয়ামী লীগ)
মুকাররম হোসেন(যগ্ম সাধারণ সম্পাদক ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ)
দীপঙ্কর কান্দি দে(সভাপতি,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ)।