• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জ সীমান্তে ৩৭ লক্ষ টাকার মালামাল আটক

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ৬, ২০২১
সুনামগঞ্জ সীমান্তে ৩৭ লক্ষ টাকার মালামাল আটক

লতিফুর রহমান রাজু  ,সুনামগঞ্জ: সুনামগঞ্জের ২৮ ব্যাটালিয়নের অধীনস্থ বিজিবির বিওপির টহল দল  পৃথক পৃথক অভিযান চালিয়ে” তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকা থেকে ৩৭লক্ষ টাকার মালামাল আটক করেছে বিজিবি।

৪ আগস্ট শুক্রবার ভোরে  লাউড়েরগড় বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে”   তাহিরপুর উপজেলা  বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১১০০ কেজি ভারতীয় কয়লা এবং ১টি বারকী নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৬৪ হাজার,৩শ  টাকা।

৩ আগস্ট  একই ক্যাম্পের বিজিবির জোয়ানরা পৃথক  অভিযানে  তাহিরপুর উপজেলার  বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০০ কেজি ভারতীয় কয়লা, ১০ ঘনফুট পাথর, ২টি ঠেলাগাড়ী ও ১টি মোটর সাইকেল ,ইঞ্জিনসহ ২টি স্টীলবডি নৌকা আটক করে, যার আনুমানিক মূল্য ৩৪,  লক্ষ ৫২,হাজার ৫শ- টাকা।

আটককৃত  ভারতীয় পাথর, কয়লা, মোটর সাইকেল, ঠেলাগাড়ী,  বারকী নৌকা ও ইঞ্জিনসহ স্টীড বডি নৌকা শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক তসলিম এহসান পিএসসি।