লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ; সুনামগঞ্জের সম্মুখ যোদ্ধা ৪জন চিকিৎসক করোনাভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছেন। তারা দীর্ঘদিন ধরেই করোনার সময়েও তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছেন।
সদ্য অবসর প্রাপ্ত সিনিয়র কনসালটেন্ট এ জেলার অতি জনপ্রিয় মানবিক চিকিৎসক ডাঃ মুকুল রঞ্জন চক্রবর্তী ।
ডা. শ্যামল চন্দ্র বর্মণ সুনামগঞ্জ সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট
ডা. লিপিকা দাস সুনামগঞ্জ সদর হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের জুনিয়র কনসালটেন্ট
ডা. সৈকত দাস সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিকেল অফিসার ।
তাঁরা নিজ নিজ বাসায় হোম কোয়ারান্টাইনে আছেন। সকলের মঙ্গল কামনায় দোয়া আর্শীবাদ প্রার্থনা করছেন সহকর্মীগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।