• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জের ধর্মপাশায় এমপি রতন’র উদ্যোগে এক হাজার মাস্ক বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৫, ২০২১
সুনামগঞ্জের ধর্মপাশায় এমপি রতন’র উদ্যোগে এক হাজার মাস্ক বিতরণ

লতিফুর রহমান রাজ , সুনামগঞ্জ:স্বাস্থ্য বিধি মেনে চলুন, মাস্ক ব্যবহার করুন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এমপি রতন এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর উদ্যোগে পথচারী ও স্থানীয় নারী পুরুষের মাঝে ১ হাজার মাস্ক বিতরণ করা হয়। সোমবার সকালে উপজেলার ধর্মপাশা গাছতলা, পাইকুরাটি, বাদশাগঞ্জ বাজার ও ধর্মপাশা বঙ্গবন্ধু চত্বরে মাস্ক বিতরণ করা হয়। সারা বিশ্বে যখন করোনা ভাইরাস সংক্রমণের তীব্র গতিতে চলমান লকডাউনে সাধারণ মানুষকে সতর্কতা ও করোনা ভাইরাস প্রতিরোধে থ্রী ডব্লিও মেনে চলার আহবান জানান, শারিরিক দুরত্ব, হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়।
মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলার সেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আব্দুল বারেক ছোটন, সেলবরষ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনোয়ার হোসেন খাঁন পাঠান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. তাজউদ্দিন, যুবলীগ নেতা দোলা মিয়া প্রমুখ।