এ এম সমুজঃ দক্ষিণ আফ্রিকায় গোসিয়াম থমরা সিথোল নামের ৩৭ বছরের এই মহিলা একসাথে ১০ টি সন্তানের জন্ম দিয়েছেন। এর মধ্যে ৭ টি ছেলে ৩ টি মেয়ে। জানাগেছে স্বাভাবিক ভাবেই জন্ম দিয়েছেন কোন ধরনের অপারেশন ছাড়া।
এর আগে চিকিৎসকরা থাকে ৬ টি সন্তানের কথা জানিয়েছিলেন, জন্মদানের পর তা ভুল প্রমানিত হয়।
উল্লেখ্য যে, গত মাসে মরক্কোর একটি হাসপাতালে ২৫ বছর বয়সী হালিমা কিসিস ৯ টি সন্তানের জন্ম দেন। তার এই রেকর্ড টি আফ্রিকার এই মহিলা ১০ সন্তানের জন্ম দিয়ে ভেংগে দিয়েছেন। সুত্র ডেইলি মিরর।