• ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

bilatbanglanews.com
প্রকাশিত মে ১৫, ২০২১
কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

বিবিএন নিউজ ডেস্ক: কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে রাজধানী অটোয়া থেকে টরন্টো যাওয়ার পথে ৪০১ হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বাংলাদেশি কানাডিয়ান মনিরুজ্জামান বিজয়, তার শাশুড়ি এবং প্রিমিয়াম সুইটসের অন্যতম কারিগর লিয়াকত হোসেন। মনিরুজ্জামান বিজয় চিকিৎসাধীন অবস্থায় সানিব্রুক হসপিটালে মারা যান। বাকি দুজন ঘটনাস্থলেই মারা যান ।

প্রসঙ্গত, মনিরুজ্জামান বিজয় বাংলাদেশ ও কানাডার প্রসিদ্ধ প্রিমিয়াম সুইটসের কর্ণধার এবং বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার প্রেসিডেন্ট এইচ এম ইকবালের ছোটভাই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।