• ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

এবার সবচেয়ে বড় ঈদ জামাতের অনুমতি দিল পর্তুগাল

bilatbanglanews.com
প্রকাশিত মে ৮, ২০২১
এবার সবচেয়ে বড় ঈদ জামাতের অনুমতি দিল পর্তুগাল

বিবিএন নিউজ ডেস্ক:চলতি মাসের শুরুতেই পর্তুগালে করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ায় জরুরি অবস্থা তুলে নিয়েছে দেশটির সরকার। বর্তমানে উন্মুক্ত রয়েছে দেশটির পর্যটন খাতগুলো। এবার আসছে ঈদে মুসলমানদের জন্য সুখবর দিলো পর্তুগাল।

জানা গেছে, গতবার অনুমতি না দেওয়া হলেও এবার স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সবচেয়ে বড় জামাতের অনুমোদনও দিয়েছে পর্তুগাল সরকার।
জানা গেছে, এ বছর বায়তুল মোকাররম ইসলামী সেন্টার এবং জামে মসজিদের যৌথ উদ্যোগে ঈদের দিন সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা মার্তৃমনিজ পার্কে এই জামাতটি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, মহামারী করোনার তাণ্ডবে গত বছর এই ঈদ জামাতটির অনুমোদন দেয়নি পর্তুগাল। ফলে লিসবনের প্রতিটি ঘরই যেন হয়ে উঠেছিল এক একটি ছোট্ট মসজিদ। তখন ঘরোয়াভাবেই ঈদ উৎসব পালন করা হয়।