বিবিএন নিউজ ডেস্ক:সৌদি আরবের জেদ্দা থেকে মানসিক অসুস্থ রেমিট্যান্স যোদ্ধা হারিয়ে গেছেন।অসুস্থ দুলন মিয়া ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বড়গল্লা গ্রামের আবুল হোসেনর পুত্র। তিনি গত এক সপ্তাহ আগে হারিয়ে যান।যদি কেউ সন্ধান পান অনুগ্রহ করে নীচের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। 0555674212,
0501623881 দুলন মিয়া গত ২মাস আগে সাউদিতে বৈধ ভাবে আসেন। কিন্ত সপ্তাহ খানিক আগে হঠাৎ ব্রেইনে সমস্যা দেখা দেয়।তার রুমমেটরা ডাক্তার দেখানোর আগেই তিনি হারিয়ে যান।