• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ইংল্যান্ডে স্কুলে মুহাম্মদ (সা:) কাটুন প্রদর্শণ,অভিভাবকদের বিক্ষোভ

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৫, ২০২১
ইংল্যান্ডে স্কুলে মুহাম্মদ (সা:) কাটুন প্রদর্শণ,অভিভাবকদের বিক্ষোভ

আব্দুল হান্নান: ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারে সোমবার ব্যাটলি গ্রামার স্কুলে ক্লাসে হযরত মুহাম্মদ (সা:) এর কার্টুন প্রদর্শনের করায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন স্থানীয় মুসলিম সম্প্রদায়।

বৃহস্পতিবার স্কুলের বাইরে কয়েকশ লোক জোড়ও হয়েছে, তারা ওই শিক্ষককে বরখাস্ত করার দাবী জানাচ্ছে।

স্কুলের প্রধান শিক্ষক গ্যারি কিবল এর জন্য ক্ষমা চেয়েছেন। এবং তিনি বলেন তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনি আরও বলেন স্কুলে প্রতিনিধিত্বকারী সকল সম্প্রদায়ের সমর্থনে এগিয়ে নিয়ে যেতে চান। ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশের একজন মুখপাত্র বলেছেন, বিক্ষোভের সময় স্কুলের কাছাকাছি রাস্তাটি স্বল্প সময়ের জন্য বন্ধ ছিল।মুখপাত্র আরও জানান, কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং কোন নির্দিষ্ট জরিমানার নোটিশ জারি করা হয়নি।

এদিকে একজন বিক্ষোভকারী, স্থানীয় বাসিন্দা বলেছেন এই কার্টুন “সমগ্র মুসলিম সম্প্রদায়কে” অপমান করেছে। তিনি প্রধান শিক্ষককে মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অভিবাবকদের পাশাপাশি ছাত্ররাও এই বিক্ষোভে অংশ নিয়েছে।বিক্ষোভকারীরা বলেন আমরা চুপ করে থাকতে পারি না, আমাদের উঠে দাঁড়াতে হবে এবং স্কুলের প্রধান শিক্ষক এবং গভর্নিং বডি সবাইকে বুঝতে হবে এটা হালকা কিছু নয়।

শিক্ষককে স্থায়ীভাবে অপসারণ করাও দাবি জানান ।

২০১৫ সালের অফস্টেড রিপোর্ট অনুসারে ব্যাটলি গ্রামারের ৬৮৯ জন ছাত্র ছিল যার মধ্যে প্রায় তিন-চতুর্থাংশ সংখ্যালঘু জাতিগত।(ওয়ান বাংলা)