• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক!

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ১৫, ২০২১
সুনামগঞ্জে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন মামুনুল হক!

বিবিএন নিউজ ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে ওয়াজ মাহফিলে গিয়ে লাঠি হাতে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, শানে রিসালাত সম্মেলনে যোগ দিতে সোমবার সকালে সুনামগঞ্জের দিরাই উপজেলায় যান হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতারা।

এ সময় হেলিকপ্টারটি দিরাই মজলিসপুর গ্রামে পৌঁছলে এলাকার লোকজন ছবি তোলার জন্য হেলিকপ্টারের সামনে দৌঁড়ে যান। প্রচণ্ড ভিড়ের কারণে হেলিকপ্টার থেকে নামতে পারছিলেন না হেফাজত আমির আল্লামা জুনাইদ আহমদ বাবুনগরী।

ঠিক তখনই হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নিচে নামেন মামুনুল হক। বয়স্ক বাবুনগরীর নিরাপত্তার জন্য নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকায় অবর্তীর্ণ হন। এ সময় জনতার ভিড় সামলাতে এবং বাবুনগরীকে নিরাপদে সমাবেশস্থলে নিয়ে যেতে লাঠি হাতে লোকজনকে তাড়া করতে বাধ্য হন তিনি।

পরে পরিস্থিতি কিছুটা স্বাভাকি হলে হেফাজত আমিরকে কোলে করে হেলিকপ্টার থেকে নামান স্বেচ্ছাসেবকরা। পরে তাকে হুইল চেয়ারে করে দিরাই হাফিজিয়া হোসাইনিয়া মাদ্রাসায় নিয়ে যান মামুনুল হক।

সেখানে জোহর নামাজ আদায় করে হেফাজত নেতারা দিরাই স্টেডিয়ামে সমাবেশস্থলে যান।

শাহীনুর আলম শাহিন নামের এক প্রত্যক্ষদর্শী যুগান্তরকে বলেন, ভিড়ের কারণে বাবুনগনরীকে হেলিকপ্টার থেকে কোনোভাবেই নামানো যাচ্ছিল না। পরের হেফাজত আমিরের নিরাপত্তার জন্য মামুনুল হক নিজেই স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেন।