বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারো বেড়েছে। গত ২৪ ঘন্টায় আরো ৩৪৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ছিলো ১০৪ জন, রবিবার ছিলো ১৪৪ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ২৯৬ জন।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬,৩৯১ জন। গতকাল সোমবার ছিলো ৫৪৫৫ জন, রবিবার ছিলো ৬,০৩৫ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৮৮ হাজার ৪০০ জন। (দ্যা সান/ওয়ানবাংলা)
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ১২ হাজার ৭৪৮ জন। এর মধ্যে ভেন্টিলেশনে রয়েছেন ১৮০৬ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ২ কোটি ৮ লাখ ৭৮ হাজার ৬১৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮ লাখ ৪৪ হাজার ৯৮ জন।