• ১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ , ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ , ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, মঙ্গলবার ১৬১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩,৩৫৫ জন

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২১
ইংল্যান্ডে করোনায় মৃত্যুর নতুন রেকর্ড, মঙ্গলবার ১৬১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩,৩৫৫ জন

বিবিএন নিউজ ডেস্ক :ইংল্যান্ডে  করোনা মহামারি শুরু পর থেকে মঙ্গলবার সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন আরো ১,৬১০ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ১৩ জানুয়ারী ১৫৬৪ জন মৃত্যুবরণ করেন।

গতকাল সোমবার ছিলো ৫৯৯ জন, রবিবার ছিলো ৬৭১ জন। মোট মৃতের সংখ্যা ৯১ হাজার ৪৭০ জন। মৃত্যুর পরিসংখ্যান সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩,৩৫৫ জন। গতকাল সোমবার ছিলো ৩৭,৫৩৫ জন, রবিবার ছিলো ৩৮,৫৯৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৬৬ হাজার ৮৪৯ জন। (বিবিসি/ওয়ানবাংলা)

এ পর্যন্ত ভ্যাকসিন প্রথম ডোজ নিয়েছেন ৪২ লাখ ৬৬হাজার ৫৭৭ জন।
এদিকে ব্রিটেনের হাসপাতালগুলোর মধ্যে ইংল্যান্ডে গত ২৪ ঘন্টায় মৃত্যু বরণ করেছেন ৮৪২ জন।