ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের রেশ কাটার আগেই ঠাকুরগাঁওয়ে এ ঘটনা ঘটল। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় লোকজনের উপস্থিতিতে এই ম্যুরাল ভাঙচুর হয় বলে পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান।
এ ঘটনায় পুলিশ নুর আলম (৫৫) এক ব্যক্তিকে আটক করেছে। নুর আলম পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুর গ্রামের ওহিদুলের ছেলে।
বঙ্গবন্ধুর এই ম্যুরাল ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যায়, নুর আলম দুই হাতে একটি ইট নিয়ে ম্যুরালটি ভাঙচুর করছেন। আর পাশেই মানুষজন ভিড় করে তা দেখছে।প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি প্রদীপ কুমার রায় বলেন, ‘পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ম্যুরালের ডান পাশে ইট দিয়ে আঘাত করে ভেঙে ফেলেন নুর আলম। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নুর আলমকে আটক করা হয়।’