• ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১, ২০২১
ছাত‌কে দৈনিক সুনামকণ্ঠ’র সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি:সুনামগঞ্জের ছাত‌কে কেক কেটে দৈনিক সুনামকণ্ঠ পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার ছাতক অ‌ফি‌সের আয়োজনে শহ‌রের চন্দ্রনাথ বা‌লিকা উচ্চ বিদ‌্যালয় রোডস্থ ছাতক প্রেসক্লাব কার্যাল‌য়ে এক আলোচনা সভা শেষে আনুভাষ্ঠানিক ভাবে কেক কেটে সুনামকন্ঠ প‌ত্রিকার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

ছাতক প্রেসক্লা‌বের সভাপতি গিয়াস উ‌দ্দিন তালুকদা‌রের সভাপ‌তি‌ত্বে ও দৈনিক সুনামকন্ঠ’র ছাতক অফিসের স্টাফ ‌রি‌পোর্টার জাহাঙ্গীর আলম চৌধুরীর প‌রিচালনায় অনুষ্ঠিত আ‌লোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাতক উপ‌জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ‌লিউর রহমান চৌধুরী বকুল।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ছাতক থানার পুলিশ পরিদর্শক ও‌সি (তদন্ত) ‌মিজানুর রহমান, এসআই হা‌বিবুর রহমান (পি‌পিএম), পৌর ম‌হিলা কাউ‌ন্সিলর তাছ‌লিমা জান্নাত কাকলী, সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, ছাতক প্রেসক্লাবের সাংগঠ‌নিক সম্পাদক কাজি রেজাউল ক‌রিম রেজা, অর্থ সম্পাদক আ‌তিকুর রহমান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জু‌নেদ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃ‌তিক সম্পাদক কামরুল হাসান সবুজ, সদস‌্য মুশা‌হিদ আলী, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম ছাতক শাখার সা‌বেক সাধারণ সম্পাদক সা‌কির আ‌মিন, সিলেট মহানগর শ্রমিকলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক স‌জিব মালাকার, বাংলা‌দেশ মফস্বল সাংবা‌দিক ফোরাম ছাতক শাখার সাধারণ সম্পাদক নুর উ‌দ্দিন, সাংঠ‌নিক সম্পাদক ফয়ছল আহমদ, সদস‌্য হাসান আহমদ, জামরুল ইসলাম রেজা, দৈ‌নিক আ‌লো‌কিত সি‌লেট’র স্টাফ রি‌পোর্টার তান‌ভীর আহমদ জা‌কির, সাংবাদিক অলিউর রহমান, সুনামগঞ্জ জেলা ছাত্রলী‌গের সা‌বেক গন‌যোগা‌যোগ উন্নয়ন বিষয়ক সম্পাদক হুমায়ুন ক‌বির রু‌বেল, পৌর ছাত্রলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক শাহ আলম বা‌সিত। এসময় ব‌্যবসায়ী জম‌সেদ আলী, মিজানুর রহমান চৌধুরী, আবুতাইব আমদ চৌধুরী, ডা‌লিম আহমদ, জ‌মির আলী, নৌওশাদ জা‌মিল, হাসান আহমদ, জা‌বেদ মিয়া, জিল্লুর রহমান, আ‌শিক উ‌দ্দিন, ইমরান হো‌সেন শুভ, আ‌রিফ আহমদ, বি‌ডি‌ক্লিন ছাতক উপ‌জেলা শাখার সদস‌্য ইমরান হোসাইন ও ছাতক জালা‌লিয়া ফা‌জিল মাদরাসার শিক্ষার্থী সাংবাদিকপুত্র আলম মে‌হেদী হাসান চৌধুরী আলভীসহ বি‌ভিন্ন শ্রেণী পেশার লোকজন উপ‌স্থিত ছি‌লেন।
প্রধান অতিথির বক্তব্যে অলিউর রহমান চৌধুরী বকুল বলেন, দৈনিক সুনাম কন্ঠ পত্রিকা সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আস‌ছে। ছাতক উপ‌জেলা সহ সুনামগঞ্জ জেলার সকল উপ‌জেলার বি‌ভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সংবাদ প্রচার করার মাধ্যমে জেলাবাসীর কাছে একটি জনপ্রিয় পত্রিকা হিসেবে অবস্থান তৈরি ক‌রে‌ছে। দৈনিক সুনাম কন্ঠ’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে পত্রিকার সাথে সম্পৃক্ত সকলের প্রতি নিরন্তর ভালবাসা ও শুভ কামনা জ্ঞাপন করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অাহবান জানান তি‌নি। আ‌লোচনা সভা শে‌ষে অ‌তি‌থিবৃন্দ ও সাংবা‌দিক‌দের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কা‌টেন প্রধান অ‌তি‌থি। আ‌লোচনা সভার শুরু‌তে প্রবিত্র কোরআন থে‌কে তেলাওয়াত ক‌রেন সাংবা‌দিক জামরুল ইসলাম রেজা।