• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

সিলেটে এমপিওভুক্ত হচ্ছেন ৭৯জন শিক্ষক-কর্মচারী

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২০
সিলেটে এমপিওভুক্ত হচ্ছেন ৭৯জন শিক্ষক-কর্মচারী

সিলেট প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ১ হাজার ৪৬৩ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হচ্ছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক।সভায় অংশ নেওয়া একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল পর্যায়ে এমপিওভুক্ত হচ্ছেন ১ হাজার ১১২ জন শিক্ষক-কর্মচারী। এরমধ‌্যে বরিশাল অঞ্চলের ৫৭ জন, চট্টগ্রাম অঞ্চলের ১১০, কুমিল্লা অঞ্চলের ৫৪, ঢাকা অঞ্চলের ২২১, খুলনা অঞ্চলের ৮১, ময়মনসিংহ অঞ্চলের ১৬১, রাজশাহী অঞ্চলের ১৮৪, রংপুর অঞ্চলের ১৭৭ ও সিলেট অঞ্চলের ৬৭ জন। কলেজ পর্যায়ে এমপিওভুক্ত হচ্ছেন ৩৫১ জন শিক্ষক-কর্মচারী। এরধ্যে বরিশাল অঞ্চলের ৩৩, চট্টগ্রাম অঞ্চলের ৬, কুমিল্লা অঞ্চলের ১১, ঢাকা অঞ্চলের ২১, খুলনা অঞ্চলের ৬৩, ময়মনসিংহ অঞ্চলের ১৮, রাজশাহী অঞ্চলের ১০৯, রংপুর অঞ্চলের ৭৭ ও সিলেট অঞ্চলের ১২ জন।