• ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাহেব কিবলা ফুলতলী (রাহঃ)কে নিয়ে ফাইজলামি:শিবির ক্যাডার মুরাদকে দ্রুত গ্রেফতার দাবি তালামীযের (ভিডিওসহ)

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২০
ছাহেব কিবলা ফুলতলী (রাহঃ)কে নিয়ে ফাইজলামি:শিবির ক্যাডার মুরাদকে দ্রুত গ্রেফতার দাবি তালামীযের (ভিডিওসহ)

জুনেদ আহমদ :: সিলেটের জমিনে হযরত শাহজালাল (রাহ.)-এর স্বার্থক উত্তর পুরুষ হচ্ছেন জামানার মুজাদ্দিদ শামছুল উলামা আল্লামা মোহাম্মদ আব্দুল লতিফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (রাহ.)কে নিয়ে সিলেটের শিবির নেতা নাঠ্যকার বেলাল আহমদ মুরাদের ফাইজলামি। মুরাদকে গ্রেফতারের দাবি জানিয়ে সিলেটের দক্ষিণ সুরমার তালামীয নেতা আলাউদ্দিন পাশা বলেন, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়ার পৃষ্ঠপোষক জামানার মুজাদ্দিদ শামসুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ)কে নিয়ে ফাইজলামি করে সিলেটবাসীকে অশান্ত করে দিয়েছে। তিনি বলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)’র কোন মেয়ে ভারতে বিয়ে দেন নাই। কিন্তু শিবিরের দালাল সন্ত্রাসী মুরাদ ও একটি হিন্দু ছেলে বিপ্লব কুমার তারা দুজন ভিডিওতে আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)কে নিয়ে ফাইজলামি করতেছে। এমন কি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীকে নিয়ে ফাইজলামি করে। যাহা সিলেটের মানুষের কলিজা আঘাত করেছে। পীর আউলিয়াকে নিয়ে এমন ফাইজলামি কখনো মেনে নেওয়া যায় না। দিন দিন এই সন্ত্রাসী মুরাদ বেপরোয়া হয়ে উঠেছে। আমরা সিলেটের প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি রায়হান হত্যার জড়িত ও ফুলতলী (রহ.)এর কটুক্তিকারী সন্ত্রাসী মুরাদকে দ্রুত গ্রেফতার করারা আহবান জানাচ্ছি। অন্যথায় ওলী আউলিয়ার ভক্ত বৃন্দ কঠিন ভাষায় জবাদ দিতে বাধ্য হবে।সিলেট নগরীর বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আকবরের সাথে আলোচনায় আসেন শিবির ক্যাডার বেলাল আহমদ মুরাদ। এখন সিলেটবাসীর কলিজায় আঘাত করেছে এই শিবির ক্যাডার মুরাদ।

ভিডিও দেখুন-

আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ( পীর ছাহেব ক্বিবলাহ ফুলতলি) সাহেবকে নিয়ে ফাইজলামি করলেন গ্রিন বাংলার বেলাল আহমদ মুরাদ ও বিপ্লব কুমার এষ