• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট শহরে কারিমা ষ্টোর এন্ড ডিমের আড়তের শুভ উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২০, ২০২০
সিলেট শহরে কারিমা ষ্টোর এন্ড ডিমের আড়তের শুভ উদ্বোধন

বিবিএন নিউজঃসিলেট শহরে ঘাসি টুলায় কারিমা ষ্টোর এন্ড ডিমের আড়তের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বাদ আসর সিলেট শহরের মা এন্ড মানহা মার্কেটে অবস্থিত কারিমা ষ্টোর এন্ড ডিমের আড়তে মিলাদ মাহিফিলের মাধ্যমে এই ব্যবসার যাত্রা শুরু হয়। কারিমা ষ্টোর এন্ড ডিমের আড়তের প্রোপাইটার এস এ বাবলু মিয়া জানান, এখানে সূলভ মূল্যে  হাঁস-মোরগের ডিম পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়।