• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

প্রশাসন ভঙ্গুর কেন:শাখাওয়াত হোসেন রাহী

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১১, ২০২০
প্রশাসন ভঙ্গুর কেন:শাখাওয়াত হোসেন রাহী

প্রশাসন ভঙ্গুর কেন?
প্রশাসন একটি রাষ্ট্রের মূল চাবিকাঠি। যে রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো যত শক্তিশালী সে রাষ্ট্র স্বভাবতই তত উন্নত। সাম্প্রতিক কতিপয় ঘটনা আমাদের নাড়া দিয়েছে।
আপনারা নিশ্চয়ই অবগত আছেন গত কয়েকদিন আগে দিনাজপুর ঘোড়াঘাট (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা একদল সন্ত্রাসীদের হামলার শিকার হন। আমরা এই নগ্ন হামলার প্রতিবাদ জানাই। হামলার সাথে জড়িত থাকার অভিযোগে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এখন প্রশ্ন হলো প্রশাসনের উপর এই ধরনের হামলা শেষ কবে বা এর সুষ্টু বিচার হবে কিনা সন্দেহ যেহেতু প্রশাসন সরকার নিয়ন্ত্রিত। যদিও সরকারের উচ্চ মহল এই হামলার সুষ্টু বিচারের আশ্বাস দিয়েছেন। আশা করি সুষ্টু বিচারের মাধ্যমে সরকার তার সুষ্টু নেতৃত্বের পরিচয় দিবে। এছাড়াও নারায়ণগঞ্জ মসজিদে বিস্ফোরন ; সিনহা হত্যা(পাশাপাশি অন্যান্য বিচার বহির্ভূত হত্যাকান্ড);প্রশাসনের দলীয়করন ইত্যাদি বিষয়ে প্রশাসনের ভূমিকা বা কি ছিল বা প্রশাসন কতটুকু সফল যথেষ্ট ভাবনার বিষয়। আশা করি সচেতন জনসমাজ সোচ্চার হয়ে যেকোন অন্যায় -অবিচারের উপযুক্ত জবাব দেবে।
লেখকঃ শাখাওয়াত হোসেন রাহী।
এমবিবিএস(২য় বর্ষ) সিলেট ওসমানী মেডিকেল কলেজ।