• ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

bilatbanglanews.com
প্রকাশিত এপ্রিল ২১, ২০২১
হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় মোঃ আবু মিয়া (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। তিনি রাণীকোর্ট গ্রামের মৃত আমজাদ শেখ এর পুত্র।
নিহত আবু মিয়ার পুত্র আব্দুল করিম জানান, ভাগনা ফজলু মিয়ার ফিসারিতে মাটি কাটা নিয়ে আবু মিয়ার সাথে বাকবিত-া হয়। বিষয়টি স্থানীয় মুরব্বিরা মীমাংসা করার লক্ষে মঙ্গলবার রাতে রাণীকোর্ট বাজারে শালিস বৈঠক করেন। বৈঠক শেষে উভয়ের মধ্যে ফের তর্কাতর্কির এক পর্যায়ে সংঘর্ষে আবু মিয়াসহ কয়েকজন আহত হয়। আহত অবস্থায় আবু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে শোকের মাতম চলতে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে আলমগীর (২৫) নামে এক যুবক কে আটক করেছে।

চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ আবু মিয়া আহত হলে তাকে উসমানী মেডিকেল নিয়ে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।