• ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ , ১লা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা ধসে চার জনের মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২
শ্রীমঙ্গলে চা-বাগানের টিলা ধসে চার জনের মৃত্যু

বিবিএন ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিলা ধসে চারজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার লাখাইছড়া চা বাগানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, মাটির ঘর মেরামত করার করা জন্য তারা টিলা থেকে মাটি আনতে গিয়েছিলেন। এক পর্যায়ে টিলা ধসে তারা মাটির নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- হিরা বুমেজ (৩৩), রিনা বুমেজ (২২), রাধা মালি (৪৫) ও পূর্ণিমা বুমেজ।

শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম অর রশিদ তালকদার জানান, পুলিশ ঘটনাস্থলে আছে।