• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

লন্ডন থেকে ১১ বছরের কিশোরী জানা হারিয়েছে

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২১
লন্ডন থেকে ১১ বছরের কিশোরী জানা হারিয়েছে

বিবিএন ডেস্ক: ১১ বছর বয়সী জানা নামের এক কিশোরী হারিয়েছে সাউথ ইষ্ট লণ্ডন থেকে। মেট পুলিশ তাদের প্রেস রিলিজে বলছে, ১৮ নভেম্বর, বৃহস্পতিবার সাউথ ইষ্ট লণ্ডনের বেউলাহ হিল এলাকায় তাকে সর্বশেষ দেখা যায়। জানা কালো এথনিক মাইনরিটির মেয়ে ।

পুলিশ সর্বশেষ তাকে উত্তর ও পূর্ব লণ্ডনের বিভিন্ন বাসে চড়ার প্রমান পেয়েছে। তাকে সর্বশেষ এডমন্টন, উডগ্রীন, ওয়ালথামষ্টো, ইউষ্টন, অল্ডগেইট, হেকনী ও এনফিল্ডে বাসে দেখা গেছে।

পুলিশ ও তার পরিবার জানার সুস্থতা নিয়ে মারাত্নক চিন্তিত । জানাকে কেউ দেখলে পুলিশে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।