পুলিশ সর্বশেষ তাকে উত্তর ও পূর্ব লণ্ডনের বিভিন্ন বাসে চড়ার প্রমান পেয়েছে। তাকে সর্বশেষ এডমন্টন, উডগ্রীন, ওয়ালথামষ্টো, ইউষ্টন, অল্ডগেইট, হেকনী ও এনফিল্ডে বাসে দেখা গেছে।
পুলিশ ও তার পরিবার জানার সুস্থতা নিয়ে মারাত্নক চিন্তিত । জানাকে কেউ দেখলে পুলিশে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।