• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

লন্ডনে ১ মিলিয়ন পাউন্ড জাল টাকাসহ ১ ব্যাক্তি গ্রেফতার

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২১
লন্ডনে ১ মিলিয়ন পাউন্ড জাল টাকাসহ ১ ব্যাক্তি গ্রেফতার

বিবিএন ডেস্ক: যুক্তরাজ্যের পূর্ব লণ্ডনের বো এলাকা থেকে পুলিশ এমিল বোগডান নামের ৩১ বছর বয়সী এক ব্যাক্তির কাছ থেকে ১ মিলিয়ন পাউন্ড সমপরিমান জাল নোট উদ্ধার করেছে।

২০২০ সালের ৩০ জানুয়ারী মেট পুলিশের বিশেষ অপরাধ কমান্ড বো এলাকার শেটল্যান্ড রোডে রেইড দিয়ে ৫০ পাউন্ড ও ২০০ ইউরোর জাল নোট উদ্ধার করে। এই  টাকাগুলো বিশেষ বক্সে রাখা ছিলো। একই দিনে সে বিকালে জাপানের ফ্লাইট ধরার ঠিক আগে এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়। মূলত টাকা উদ্ধারের সময় পুলিশ তার জাপানে গমনের তথ্য পেয়ে এয়ারপোর্টে গ্রেফতার করে।

পুলিশ উদ্ধারকৃত টাকা ব্যাংক অব ইংল্যান্ডে নিয়ে গেলে তারা দীর্ঘ পরীক্ষা নীরিক্ষা করে এই টাকা জাল বলে নিশ্চিত করেছে।

২২ ডিসেম্বর ২০২১ , আইলওয়ার্থ কোর্টে এই বিচারের রায়ে তাকে দোষী সাব্যস্থ করা হয়। আগামী ১০ ফেব্রুয়ারী একই কোর্টে তার বিরুদ্ধে শাস্তি ঘোষনা করা হবে। তার বিরুদ্ধে জাল টাকা, প্রতারনা, টাকা পাচারের ৩ অভিযোগ প্রমানিত হয়েছে।