• ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু এক বোন হাসপাতালে ভর্তি

bilatbanglanews.com
প্রকাশিত জুলাই ৪, ২০২৩
ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু এক বোন হাসপাতালে ভর্তি

 

ছাতক প্রতিনিধি:ছাতকে বাড়ির পাশে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে। মৃত দুই শিশু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার সন্তান এবং তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী।

গত সোমবার দুপুরে ময়না মিয়ার ৩ কন্যা সন্তান একে-একে মোছাঃ তাফসিয়া বেগম (৯), মোছাঃ তানজিনা বেগম (৪) ও মোছাঃ তায়িবা বেগম (৫) বাড়ির সামনের একটি ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। তাদেরকে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোছাঃ তানজিনা বেগম ও মোছাঃ তায়িবা বেগমকে মৃত ঘোষণা করেছেন।মোছাঃ তাফসিয়া বেগম কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পানিতে ডুবে মৈশাপুর (মুসলিমকোনা) গ্রামের ময়না মিয়ার দুই শিশু সন্তান মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ।
ছাতক থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির, পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন।