• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মিছিলে-স্লোগানে মুখর সিলেটের সমাবেশস্থল

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২২
মিছিলে-স্লোগানে মুখর সিলেটের সমাবেশস্থল

বিবিএন ডেস্ক: বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে লোকারণ্য সিলেটের আলীয়া মাদ্রাসা ময়দান। অনেকেই গত তিন দিন ধরে মাঠে অবস্থান করছেন। আজ গোটা মাঠে নেতাকর্মীরা উপচে পড়েন। এদিকে- শুধু আলীয়া মাদ্রাসা মাঠ নয়, চার দিকের রাস্তায়ও হাজার হাজার মানুষ অবস্থান নিয়েছিলেন। তারা দিনভর রাস্তায় দাড়িয়েই সমাবেশের বক্তৃতা শুনেন। আলীয়া মাদ্রাসার পশ্চিম কোনের দরগাহ মাঠ থেকে চৌহাট্টা পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান ছিলো। বিকেলে সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে সিলেট বিএনপির শীর্ষ নেতা ও চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি বলেন- আপনারা অনেকেই তিন দিন আগে সিলেটের এই মাঠে এসেছেন। এখনো আপনারা আছেন। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ।
বিজ্ঞাপন
তবে- আপনাদের এই কষ্টের প্রতিদান অবশ্যই মিলবে।

এর আগে সকাল থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা আসেন সিলেটের সমাবেশে। ধর্মঘটের কারনে যানবাহন চলাচল বন্ধ থাকলেও সিএনজি অটোরিক্সা, রিকশা, পিকআপ ট্রাকে করে বিএনপির নেতাকর্মীরা সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে সমাবেশস্থলে আসেন। আগের রাতে বিভিন্ন স্থানে পুলিশি বাধার অভিযোগ থাকলেও শনিবার সকাল থেকে বাধা ছাড়াই নেতাকর্মীরা সমাবেশে আসতে পেরেছেন।