• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু:জকিগঞ্জে বজ্রপাতে নিহত স্বামীর ‘শোকে’ স্ত্রীর মৃত্যু

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১১, ২০২২
রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ৫ জনের মৃত্যু:জকিগঞ্জে বজ্রপাতে নিহত স্বামীর ‘শোকে’ স্ত্রীর মৃত্যু

 

বিবিএন ডেস্ক: রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বিটিসি মোড়ে বকুল মিয়ার ইটভাটায় বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে এ বজ্রপাত হয়।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- গাইবান্ধা জেলার সাদুল্ল্যাহপুর উপজেলার কবিলপুর সোনাতলা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল জলিল (৬৫), একই উপজেলার তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে নাজমুল (২২), একই উপজেলার চকনদি গ্রামের শিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আলামিনের ছেলে শাহাদত মিয়া (২২) ও আয়নাল মিয়ার ছেলে রাশেদুল ইসলাম (২৮)।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায় জানান, আব্দুল জলিল মিয়া ইটভাটায় ঘাস কাটছিলেন। অন্যরা ইট পরিবহন শ্রমিক হিসেবে মহেন্দ্র ট্রলিতে ইট তুলছিলেন। এই সময় বজ্রপাতে ঘটনাস্থলেই সবার মৃত্যু হয়।(সূত্র : বাসস)
এদিকে, বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামী মারা যাওয়ার পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সেগুন বেগম (৩০) নামের এক নারী।

তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের দরগাবাহারপুর গ্রামের কামরুল ইসলাম কালার স্ত্রী।

আজ রোববার সকালে স্বামীর শোকে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এর আগে গতকাল শনিবার ভোরে বাড়ির পাশের বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তার স্বামী কামরুল ইসলাম (৪০) নিহত হন।

সেগুন বেগমের বাবা আকরম আলী জানান, গতকাল স্বামীর মৃত্যুর শোকে ভেঙে পড়েন সেগুন বেগম। আজ সকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

১৫ বছর আগে কামরুল ও সেগুনের বিয়ে হয়েছিল। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে বলে জানান আকরম আলী।