• ২রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৯, ২০২২
হবিগঞ্জে চা শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বিবিএন ডেস্ক:মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের মাধবপুরের জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন চা শ্রমিকরা।  গতকাল দুপুর সোয়া ২টা থেকে পৌণে ৩টা পর্যন্ত আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন শ্রমিকরা। পরে সমাবেশ শেষ হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। সুরমা, তেলিয়াপাড়া ও নোয়াপাড়াসহ মাধবপুর উপজেলার ৫টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকর বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন রবীন্দ্র গৌর স্কৈরপুর ভ্যালি সভাপতি রবীন্দ্র গৌর, শ্রমিক নেতা স্বরজিত পাশী, খোকন পান তাঁতী, ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী আইয়ুব খান প্রমুখ। সমাবেশে চা শ্রমিক নেতারা বলেন, ন্যায্য দাবিতে ৫ দিন ধরে লাগাতার আন্দোলন করে যাচ্ছি। মালিকপক্ষ আমাদের দাবি মানতে রাজি নয়। শ্রীমঙ্গলে ঢাকায় বারবার মিটিং করেও কোনো সমাধান হয়নি। তারা ১২০ টাকা থেকে ১৪০ টাকা করার হাস্যকর মজুরি বৃদ্ধির প্রস্তাব করেছেন। তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি।

আমাদের দাবি মানার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। শ্রমিক নেতারা বলেন, বর্তমানে দ্রব্যমূল্য, যাতায়াত ভাড়াসহ সবকিছুর মূল্য আকাশচুম্বী। তাই পূর্বের ১শ’ ২০ টাকা মজুরিতে আমাদের সংসার চলে না। তাই মজুরি অন্তত ৩শ’ টাকা করার আগ পর্যন্ত চা বাগানের সকল কাজকর্ম বন্ধ থাকবে।  ৫ দিন ধরে দেশের সকল চা বাগানে লাগাতার কর্মবিরতি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন চা শ্রমিকরা। এরই অংশ হিসেবে হবিগঞ্জের ২৪টি চা বাগানে লাগাতার ধর্মঘট পালন করছেন শ্রমিকরা।