• ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ,বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৭, ২০২২
হবিগঞ্জে জমিসংক্রান্ত বিরোধ,বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জ সদর উপজেলায় আপন বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বড় শাহাজাহান মিয়ার দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই শুকুর মিয়া নিহত হন।

বুধবার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুকুর মিয়ার সঙ্গে আপন ভাই শাহাজাহান মিয়ার অনেক দিন ধরে জমিসংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে আজ সকালে শুকুর মিয়া কৃষি কাজে বাড়ির পার্শ্ববর্তী হাওরে যাওয়ার পথে শাহাজাহান মিয়াসহ আরও কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে পরিবারের অন্যরা তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা এসআই মুমিনুল ইসলাম লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে পাঠান।

হবিগঞ্জ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মতুর্জা বলেন, জায়গা সংক্রান্ত বিরোধের জেরে সৈয়দপুর গ্রামের শুকুর মিয়া নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশের অভিযান চলছে।