• ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

যুক্তরাজ্যে আজ ওমিক্রনে আক্রান্ত ১২৩৯ জন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২১
যুক্তরাজ্যে আজ ওমিক্রনে আক্রান্ত ১২৩৯ জন

বিবিএন ডেস্ক:  যুক্তরাজ্যে প্রতিদিনই ওমিক্রনে আক্রান্ত রোগী বাড়ছে ব্যাপকহারে। আজ দেশটিতে ১২৩৯ জন মানুষ ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় দ্বিগুণ।

গতকাল যুক্তরাজ্য জুড়ে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৩৩ জন। আর গতকালের তুলনায় ওমিক্রনে আক্রান্ত সংখ্যা বাড়ার হার ৬৫ শতাংশ।

এতে মোট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩,১৩৭ জন।

গত শুক্রবার স্বাস্থ্য সেক্রেটারী সাজিদ জাভিদ বলেছিলেন, ওমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা দুই একদিনের মধ্যে দ্বিগুন হবে। এবার স্বাস্থ্য সেক্রেটারির সে আশঙ্কাই ঠিক হলো।

এদিকে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, যে হারে ওমিক্রন আক্রান্ত রোগী এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে তাতে সামনের দিনগুলোতে হাসপাতালে রোগীদের জায়গা সংকুলান হবে না।