• ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ , ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি

লন্ডনে হত্যার অভিযোগে তিনজন আটক

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৪, ২০২১
লন্ডনে হত্যার অভিযোগে তিনজন আটক

বিবিএন ডেস্ক: গত কয়েকমাস ধরেই লন্ডনে হত্যা, যৌন হয়রানি, সহিংসতা, ছিনতাইয়ের মতো অপরাধগুলো বেড়েছে ব্যাপকভাবে। মেট্রোপলিটন পুলিশ এবার ছুরিকাঘাত করে এক ব্যক্তিকে হত্যার ঘটনার সংশ্লিষ্টতা সন্দেহে তিনজনকে আটক করেছে।

রানারমিডিয়া২৪ ডটকম এ প্রকাশিত খবরে বলা হয়, পুলিশ বলছে হত্যার ঘটনাটি পূর্ব পরিকল্পিত। রবিবার রাতে টাইলহার্টসে ২০ বছর বয়সী এক যুবক খুনের শিকার হন। এই খুনের ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার ১৮ এবং ১৯ বছরের তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এদিকে টেমস ভ্যালি পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ওই এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই। এরমধ্যেই সেখানে পুলিশি টহল বাড়ানো হয়েছে।