• ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ , ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ , ১৮ই রমজান, ১৪৪৫ হিজরি

ছাতক পৌরসভার বিতর্কিত কাউন্সিলর কাকলি বরখাস্ত

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২১
ছাতক পৌরসভার বিতর্কিত কাউন্সিলর কাকলি বরখাস্ত

বিবিএন ডেস্ক: ছাতক পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলি বরখাস্ত। বিতর্কিত এই কাউন্সিলর বরখাস্ত হওয়ায় তার ওয়ার্ডের পৌর কার্যক্রমসহ প্যানেল মেয়রপর (৩) সকল দ্বায়িত্ব ১,২,৩ নং ওয়ার্ডের কাউন্সিলর নুরেছা বেগমকে দেওয়া হয়েছে। আজ ২৭-১০-২০২১ তারিখে পৌরসভার মাসিক সভায় সকল পৌর সদস্যের সম্মতিক্রমে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জননন্দিত পৌর মেয়র আবুল কালাম চৌধুরী, পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী,( ১নং)প্যানেল মেয়র কাউন্সিলর তাপস চৌধুরী, (২নং)প্যানেল মেয়র জসিম উদ্দিন সুমন, কাউন্সিলর ইরাজ মিয়া, লিয়াকত আলী, নাজিমূল হক, ছালেক মিয়া, শফিকুল ইসলাম, রশিদ আহমদ খছরু, আফরোজ মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্যানেল মেয়র ( ৩) নুরেছা বেগম, রত্না রানী মালাকার প্রমুখ। উল্লেখ্য গত ২১-১০-২০২১ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয় ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলিকে বহিষ্কার করে।