• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চিকিৎসকদের পরামর্শে সফর বাতিল করেছেন রানি এলিজাবেথ

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ২১, ২০২১
চিকিৎসকদের পরামর্শে সফর বাতিল করেছেন রানি এলিজাবেথ

বিবিএন ডেস্ক: উত্তর আয়ারল্যান্ডে পরিকল্পিত একটি সফর বাতিল করেছেন যুক্তরাজ্যের রানি এলিজাবেথ। বুধবার বাকিংহাম প্রাসাদের তরফে জানানো হয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ে আগামী কয়েক দিন বিশ্রামে থাকবেন তিনি।

৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ প্রায় সাত দশক ধরে ব্রিটিশ সিংহাসনে রয়েছেন। ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি মৃত্যুর পর তিনি যখন সিংহাসনে বসেন তখন তার বয়স মাত্র ২৫ বছর।

বাকিংহাম প্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অনিচ্ছা সত্ত্বেও রানি চিকিৎসকদের পরামর্শ মেনে নিয়ে আগামী কয়েকদিন বিশ্রামে থাকবেন।’ তার মনোবল চাঙা রয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে উত্তর আয়ারল্যান্ডে পরিকল্পিত সফরে যেতে না পারায় তিনি হতাশ হয়েছেন।

প্রাসাদ সূত্রের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়েছে, রানির সফর বাতিলের সিদ্ধান্তের সঙ্গে করোনার কোনও সংযোগ নেই।

প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, উত্তর আয়ারল্যান্ডের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন রানি আর ভবিষ্যতে সফরের ইচ্ছা পোষণ করেন।