• ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

অর্থনৈতিক সংকটে আফগানিস্তানে বন্ধ ১৫০ সংবাদপত্র

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ২৩, ২০২১
অর্থনৈতিক সংকটে আফগানিস্তানে বন্ধ ১৫০ সংবাদপত্র

আফগানিস্তানের ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়ন জানিয়েছে, অর্থনৈতিক সংকটের কারণে আফগানিস্তানে ১৫০টি সংবাদপত্রের প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য জানায় আফগান সাংবাদিকদের সংগঠনটি।

বিবৃতিতে জানানো হয়, আফগানিস্তানের সাবেক সরকারের পতনের পর ১৫০টি সংবাদপত্র প্রকাশ বন্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে কিছু সংবাদপত্র অনলাইনে তাদের কার্যক্রম অব্যাহত রাখলেও অনেকগুলোই সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

ন্যাশনাল জার্নালিস্টস ইউনিয়নের প্রধান নির্বাহী আহমদ শোয়াইব ফানা বলেন, ‘দেশে প্রিন্ট মিডিয়া বন্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি যদি এমনই চলতে থাকে, তবে আমরা সামাজিক সংকটের মুখোমুখি হবো।’

হাশত সোবহ সংবাদপত্রে কাজ করা সাংবাদিক আলী হাকমাল জানান, তারা এখন অনলাইনেই তাদের কার্যক্রম চালিয়ে আসছেন।

তিনি বলেন, ‘আমরা মানুষের আশা অনুযায়ী কাজের চেষ্টা করছি। আমরা অনলাইনে খবর প্রকাশে মনোযোগী হয়েছি। এবং আমরা এখনো চেষ্টা করছি জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহের।’

হাশত সোবহের উপপ্রধান ইসহাক আলী ইহসাস বলেন, ‘প্রতিদিন ১৫ হাজার পত্রিকা ছাপা হতো এবং কাবুল ও আশপাশের প্রদেশে সরবরাহ করা হতো। সরকার পতনের পর পত্রিকার ছাপা ও সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।’

অর্থ সংকটে আফগানিস্তানের খ্যাতনামা পত্রিকা আরমান মিল্লিও বন্ধ হয়ে গিয়েছে। পত্রিকাটির প্রতিষ্ঠাতা সাইয়েদ শোয়াইব পারসা বলেন, ‘আমাদের এখানে ২২ কর্মী নিযুক্ত ছিলেন। সকলেই তাদের চাকরি হারিয়েছেন। আমরা অপেক্ষা করছি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার যাতে করে আমরা আবার প্রকাশনা শুরু করতে পারি।’