• ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ১১ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ওল্ডহামে স্হানীয় নির্বাচন নিয়ে বিতর্ক, হাইকোর্ট মামলার শুনানি হবে সিভিক সেন্টারে

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২১
ওল্ডহামে স্হানীয় নির্বাচন নিয়ে বিতর্ক, হাইকোর্ট মামলার শুনানি হবে সিভিক সেন্টারে

আলী মুহাম্মদ সমুজঃ   গত মে মাসে অনুষ্টিতব্য স্হানীয় কাউন্সিল নির্বাচন কে কেন্দ্র করে  ওল্ডহামের কোল্ডহার্ষ্ট ওয়ার্ডে দুই বৃটিশ বাংলাদেশী প্রার্থী ও তাদের অনুসারীদের মধ্যে শুরু হয়েছে তুমুল বিতর্ক, অভিযোগ পাল্টা অভিযোগ।

মাত্র ৭১ ভোটের ব্যবধানে  পরাজিত  স্বতন্ত্র  প্রার্থী মন্তাজ আলী আজাদ গোঠা নির্বাচন প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেন এবং আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে নতুন করে কমিউনিটিতে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তিনি নির্বাচনী ফলাফল প্রত্যাখান করে পুনরায় নির্বাচনের দাবি করেন।
তার এই দাবী ও অভিযোগের প্রেক্ষিতে আদালত শুনানীর জন্য আগামী নভেম্বর মাস কে নির্ধারিত করেন।
ওল্ডহাম সিভিক সেন্টারে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে বিভিন্ন সুত্রে জানা গেছে।

নির্বাচনে বিজয়ী প্রার্থী আব্দুল জব্বার বৃটেনের মুল ধারার রাজনৈতিক দল লেবার দলের স্হানীয় নেতা।
তিনি ওল্ডহাম কাউন্সিলের ডেপুটি লিডার। বাংলাদেশী অধ্যুসিত এই ওয়ার্ডে তিনি একজন জনপ্রিয় নেতা।
অপর দিকে মন্তাজ আলী আজাদ একজন সফল ও প্রতিষ্টিত ব্যবসায়ী। বাংলাদেশী কমিউনিটিতে ও তার যথেষ্ট সুনাম রয়েছে।
গত কাউন্সিল নির্বাচনে দু জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
লেবার দল মনোনীত প্রার্থী বিজয়ী আব্দুল জব্বারের প্রাপ্ত ভোট ছিলো ২২৪২ অপর দিকে পরাজিত স্বতন্ত্র প্রার্থী মন্তাজ আলী আজাদের প্রাপ্ত ভোট ছিলো ২১৭১।