• ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বড়লেখায় সেজদারত অবস্থায় ব্যবসায়ীর ইন্তেকাল

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ২৩, ২০২১
বড়লেখায় সেজদারত অবস্থায় ব্যবসায়ীর ইন্তেকাল

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় মাগরিবের নামাজের সেজদায় মৃত্যুর কোলে ঢলে পড়েন ফয়জুর রহমান দুখু মিয়া (৪৮) নামে এক ব্যবসায়ী। তিনি উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের সফরপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ধার্মিক ছিলেন। রোববার গ্রামের মসজিদে মাগরিবের নামাজে এ ঘটনাটি ঘটেছে। এদিকে সদা হাস্যোজ্জল ও সদালাপি ব্যবসায়ী ফয়জুর রহমান দুখু মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সোমবার বেলা ১১টায় সফরপুর তাওয়াক্কুলিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের ভাগ্নে স্কুল শিক্ষক সাইদুর রহমান বাবর জানান, আমার মামা (ফয়জুর রহমান দুখু) মসজিদে জামাতে মাগরিবের সালাত আদায় করছিলেন। ফরজ প্রথম রাকাতের সেজদা দিয়ে দ্বিতীয় সেজদায় গিয়ে পড়ে যান। সেখান থেকে তুলে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।