• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত : নতুন করে ৭৪ শনাক্ত

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৪, ২০২১
মৌলভীবাজারে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত : নতুন করে ৭৪ শনাক্ত

মৌলভীবাজার প্রতিনিধি  : মৌলভীবাজার জেলায় প্রতিদিনই বাড়ছে করোনা রোগীর সংখ্যা। গত গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৭৪ জন।
শনিবার (১৪ আগস্ট) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজার জেলায় ২৮৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার ২৬ শতাংশ। এই হার একদিন আগে ২৩ দশমিক ৪ শতাংশ ছিলো, সে তুলনায় একদিনের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৬ হাজার ৯৬৪ জন। ২৪ ঘণ্টায় জেলায় ১২৮ জন সুস্থ হয়।
নতুন শনাক্ত ৭৪ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২৯ জন, জুড়ীর ১৫ জন, শ্রীমঙ্গলের ১ জন, কমলগঞ্জের ১২ জন, বড়লেখার ১২ জন, কুলাউড়ায় ১ জন, রাজনগরের ৪ জন। এ নিয়ে জেলায় ৬ হাজার ৯৬৪ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১২৮ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ২১ জন, কমলগঞ্জের ৩৩ জন, বড়লেখার ৩৯ জন, কুলাউড়ায় ৩৫ জন। এ নিয়ে মৌলভীবাজারে মোট সুস্থ রোগীর সংখ্যা ৪ হাজার ৯০৭ জন। করোনায় মৌলভীবাজারে মোট ৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।