• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে বন্যার পদ ধ্বনিতে নিম্নাঞ্চল প্লাবিত,দুই সহোদর শিশু নিখোঁজ:দুটি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

bilatbanglanews.com
প্রকাশিত জুন ৩০, ২০২১
সুনামগঞ্জে বন্যার পদ ধ্বনিতে নিম্নাঞ্চল প্লাবিত,দুই সহোদর শিশু নিখোঁজ:দুটি উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ: সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত কদিনের অব্যাহত ভারী বৃষ্টি পাতের কারণে সুনামগঞ্জ জেলায় বন্যার পদ ধ্বনি শুনা যাচ্ছে।  সুরমা নদীর পানি যদিও বিপদ সীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে কিন্ত অভ্যন্তরীণ নদ নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমান জানান সুরমা নদীর পানি সমতল বিপদ সীমার ৪৫  সেন্টিমিটার নীচ দিয়ে এবং যাদুকাটা নদীর পানি সমতল বিপদ সীমার ১৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  এছাড়াও দোয়ারাবাজার উপজেলাধীন চিলাই, মৌলা ও খাসিয়ামারা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জে ১১৬ মিলিমিটার ও লাউড়ের গড়ে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারতের চেরা পুঞ্জি তে গত ২৪ ঘন্টায় ৫৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ৭২ ঘন্টা  ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে সুরমা নদীর পানি বিপদ সীমা অতিক্রম করে বন্যার আশংকা রয়েছে।
সুনামগঞ্জ জেলা সদরের সাথে ইতিমধ্যেই তাহিরপুর ও বিশ্বমভর পুর উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ার খলা দুর্গা পুর এবং তাহিরপুর উপজেলার আনোয়ারপুর সেতুর পাশের সড়ক প্লাবিত হওয়ার কারণে সুনামগঞ্জ ও বিশ্বম্ভরপুর উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাধ্য হয়ে লোকজন নৌকায় পারাপার হচ্ছে।  তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রায়হান কবির জানান আমার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে । এখনো বন্যা হয়নি আরো পানি বৃদ্ধি পেলে বন্যার আশংকা আছে। তবে উপজেলা প্রশাসন পুরোপুরি প্রস্তুত রয়েছে ।  যাদের বাড়ি ঘরে পানি উঠবে তাদের ত্রাণ বিতরণ করা হবে আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চোধুরী বাবুল বলেন প্রবল বর্ষন ও পাহাড়ি ঢলে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং করোনার কারণে মানুষ চরম উৎকন্ঠায় আছে । সবাই কে সহযোগিতার জন্য অনুরোধ জানান। দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর  বোগলা , ও বাংলাবাজার    ইউনিয়নের কয়েকটি গ্রাম যেমন চৌধুরী পাড়া , পেক পাড়া, চিলাই পাড়, বাশতলা, সহ নিম্নাঞ্চল প্লাবিত। চিলাই, মৌলা ও খাসিয়ামারা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।  প্রভাষক আবু বকর সিদ্দিক জানান বোগলা বাজার ইউনিয়নের আলমখালি গ্রামের চিলাই নদীর বাঁধ সংস্কার না করার কারণে এ অঞ্চলের রাস্তা ঘাট প্লাবিত হয়েছে। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ বলেন দুটি ইউনিয়ন নরসিংপুর ও বোগলাবাজারের নীচু এলাকা প্লাবিত হয়েছে। আমি পরিদর্শন করে ত্রাণ সহ অন্যান্য সহায়তা দেব। আমি সহ সবাই সতর্ক আছি।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিউর রহিম জাদীদ জানান উপজেলা প্রশাসন সতর্ক অবস্থানে আছে। কিছু সড়ক প্লাবিত হওয়ার কারণে মানুষ নৌকায় পারাপার করছে। মিয়ার চর এলাকার যাদুকাটা নদীতে পড়ে সহোদর দুই শিশু নিখোঁজ আছে। আমরা ডুবুরি দল নিয়ে উদ্ধার করার চেষ্টা করছি প্রবল স্রোতের কারণে সম্ভব হচ্ছে না।    নিখোঁজ দুই শিশু হলো বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ার চর গ্রামের মস্তু মিয়ার পুত্র মেরাজুল ইসলাম (১০)  ও খায়রুল  ইসলাম( ৭ )। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী মজুত রয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেছেন টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে জেলার বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। জেলা প্রশাস‌নের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই ১১ উপজেলার নির্বাহী অফিসার দের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।  পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত আছে। ইতিমধ্যেই ১১ উপজেলায় বন্যা ও করোনার জন্য ১  কোটি ১১ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে শিশু খাদ্য, গো খাদ্য রয়ছে। উদ্ধার কার্যক্রম চালানোর জন্য আশ্রয় কেন্দ্র গুলো প্রস্তুত রাখার জন্য ও নির্দেশ দেয়া হয়েছে।