• ৪ঠা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৭ হিজরি

বাহুবলে অটোরিকশার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

bilatbanglanews.com
প্রকাশিত মে ২৯, ২০২১
বাহুবলে অটোরিকশার ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বিবিএন নিউজ ডেস্ক:  হবিগঞ্জের বাহুবল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে উপজেলার মিরপুর-শ্রীমঙ্গল সড়কের নতুন বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার তকবাজখানি মহল্লার জব্বার উল্লাহর ছেলে জমির উদ্দিন (৩৮)। তিনি বাহরাইন প্রবাসী। তিনমাস আগে বিয়ের পিড়িতে বসেছিলেন তিনি। অন্যজন চানপাড়া মহল্লার সাবাজ মিয়ার ছেলে শাকিল (৩৫)।

জানা যায়, প্রবাসী জমির উদ্দিন ও শাকিল বানিয়াচং থেকে মোটরসাইকেলে শ্রীমঙ্গল বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে মিরপুর নতুনবাজার নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ধাক্কায় দেয়।

পরে স্থানীয় লোকজন দুজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।