• ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি

সুনামগঞ্জে দ্বিতীয়বার এফবিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় চপল হুদাকে সম্বর্ধনা

bilatbanglanews.com
প্রকাশিত মে ৮, ২০২১
সুনামগঞ্জে দ্বিতীয়বার এফবিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় চপল হুদাকে সম্বর্ধনা
লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ:  সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি, সুনামগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান খায়রুল হুদা চপল দ্বিতীয়বারের মতো এফবিসিআই পরিচালক নির্বাচিত হওয়ায় সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সম্বর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর কার্যালয়ে চপল কে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের সহ সভাপতি খন্দকার মনজুর আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, পরিচালক নুরুল ইসলাম, শংকর চন্দ্র দাস, নুরুল ইসলাম বজলু, সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু,        বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল হক জেলা  আওয়ামীলীগের  মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, চেম্বার অফ কমার্সের পরিচালক এনামুল হক, নুরে আলম  ,সুনামগঞ্জ জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস,  তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কর, বিশ্বমভর পুর উপজেলা
যুবলীগের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন বাবু, ছাত্রলীগ নেতা অরিন্দম মৈত্র অমিয়,প্রমুখ।

চেম্বার নেতৃবৃন্দ বলেন সুনামগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাংলাদেশের শীর্ষ ব্যাবসায়ী সংগঠনের পরিচালক নির্বাচিত হয়েছেন দ্বিতীয়বার এটা আমাদের সুনামগঞ্জের জন্য গর্বের ব্যাপার।  আশা করি ব্যবসায়ীদের দাবী দাওয়ার ব্যাপারে ভূমিকা রাখবেন। সরকারের উচ্চ মহলে আমাদের চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সমস্যা নিরসন কল্পে কাজ করবেন সেই প্রত্যাশা।
নব নির্বাচিত পরিচালক খায়রুল হুদা চপল বলেন আমি শুধু সুনামগঞ্জ নয় সারা দেশের ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে যথাসাধ্য কাজ করার চেষ্টা করব।