• ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ব্রিটিশরা ছুটি কাটাতে বিদেশ গেলে ৫ হাজার পাউন্ড জরিমানা

bilatbanglanews.com
প্রকাশিত মার্চ ২৪, ২০২১
ব্রিটিশরা ছুটি কাটাতে বিদেশ গেলে ৫ হাজার পাউন্ড জরিমানা

বিবিএন নিউজ ডেস্ক: ইংল্যান্ড থেকে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণে ৫ হাজার পাউন্ড জরিমানা করা হবে বলে জানিয়েছেন বরিস জনসন। করোনা ভাইরাস নতুন আইনের অংশ হিসাবে আগামী সোমবার (২৯ মার্চ) থেকে কার্যকর হবে এই নিয়ম।

বিধিনিষেধ শিথিল করার লক্ষ্যে বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের লোকেরা ১৭ মে থেকে ছুটিতে বিদেশে যেতে পারবে।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের সহকারী উপদেষ্টা অধ্যাপক নিল ফার্গুসন বিবিসিকে জানিয়েছেন, সীমান্ত ব্যবস্থাগুলোকে ঘরোয়া বিধিনিষেধের চেয়ে আরো ধীরে ধীরে শিথিল করা উচিত বলে তিনি মনে করছেন।

তিনি বলেন, এই মুহুর্তে আমরা ঝুঁকির মুখে রয়েছি। আমি মনে করি আমাদের বিদেশের নয় ইউকেতে গ্রীষ্মের ছুটির পরিকল্পনা করা উচিত।

বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলোর মধ্যে রয়েছে কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিত্সার প্রয়োজন এবং বিবাহ বা অন্ত্যেষ্টি ক্রিয়ায় অংশ নেওয়া। এসব কারণে বিদেশে ভ্রমনের অনুমতি পাবেন

স্বাস্থ্যসচিব ম্যাট হ্যাঁকক বলেন, করোনায় আক্রান্ত্রের সংখ্যা আবার বেড়েছে। নতুন রূপের করোনা যাতে আর না ছড়ায় তার জন্য এই সময়ে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞাগুলো জরুরি ছিল।সূত্র: বিবিসি