• ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি

মৌলভীবাজারে স্বচ্ছ,দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘গোপন চোখ’ উদ্বোধন

bilatbanglanews.com
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২০
মৌলভীবাজারে স্বচ্ছ,দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে ‘গোপন চোখ’ উদ্বোধন

মৌলভীবাজার  প্রতিনিধি ::শরীরে রাখা আছে গোপন ক্যামেরা। পুলিশের সকল কার্যক্রম রেকর্ড হচ্ছে ক্যামেরায়। অনিয়ম বা অসংগতি হলেও এড়ানো কঠিন।স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে এবার বডি-ওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার চৌমোহনা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ। নাম দেওয়া হয়েছে ‘গোপন চোখ’।এসময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডি-ওয়ার্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেওয়া হয়। এরফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।