• ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

নবীগঞ্জে প্রবাসীর গাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা  

bilatbanglanews.com
প্রকাশিত নভেম্বর ৭, ২০২০
নবীগঞ্জে প্রবাসীর গাড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা  

বিবিএন নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এক প্রবাসীর মাইক্রোবাস আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত প্রায় সাড়ে ১১ টার দিকে উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুর পরগনার কান্দিগাঁও নামক স্থানে এ ঘটনা ঘটে। তাৎক্ষনিক নবীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।
জানা যায়, উপজেলার কান্দিগাঁও গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী হাজী শেখ আব্দুল আলীর পুত্র প্রবাসী শেখ মাসুদের বাড়ি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে অবস্থিত। তিনি প্রতিদিন বাড়ির পাশে গাড়ি রেখে যান। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার রাতেও তিনি গাড়ি রেখে বাড়িতে যান। রাত প্রায় সাড়ে ১১ টার দিকে দুর্বৃত্তদের আগুনে ঢাকা মেট্রো: চ-১৪-০৬৫৮ নম্বরের লুসিডা মাইক্রোবাসটি পুড়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসিসহ একদল পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটলাস্থলে এসে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।