• ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে চার সপ্তাহের লকডাউন ঘোষণা

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ৩১, ২০২০
ইংল্যান্ডে চার সপ্তাহের লকডাউন ঘোষণা

এ এম সমুজ বিবি এন নিউজ ডেস্কঃ বৃটিশ প্রধানমন্ত্রীবরিস জনসন আজ (31 অক্টোবর)  ডাউনিং স্ট্রিটে সংবাদ সম্মেলনে নতুন এই লকডাউন ঘোষণা করেন।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই লকডাউনটি হাউস অফ কমন্সে ভোটের মাধ্যমে নিশ্চিত করা হবে যে  ২ ডিসেম্বর পর্যন্ত এক মাস চলবে।

সরকার আশা করছে  কঠোর এই  পদক্ষেপটি সারা দেশে করোনভাইরাস বৃদ্ধি  নিয়ন্ত্রণ করবে।
টিয়ার ৩-এর মতো, জনগন কেউ কারো বাড়িতে যাওয়া আশা করতে পারবেনা।

জাতীয় এই  লকডাউনের সময় পাবস, বার এবং রেস্তোঁরা, ক্যাসিনো, জিম, অবসর কেন্দ্র এবং অন্যান্য অপ্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান  বন্ধ থাকবে।

টেকওয়ে, সুপার মার্কেট এবং খাবারের দোকান গুলি খোলা থাকবে।
প্রয়োজনীয় দোকানগুলি খোলা থাকবে, তবে অপ্রয়োজনীয় দোকানগুলো যেমন  পোশাক,  ইলেকট্রনিক সপ,স্টোর সহ অপ্রয়োজনীয় পণ্য বিক্রয়কারী সমস্ত দোকান বন্ধ থাকবে।

হেয়ারড্রেসার এবং জিমগুলি বন্ধ করতে বলা হবে। এটাও ভাবা হচ্ছে যে, গল্ফ ক্লাবগুলি বন্ধ করা হতে পারে।
বিশেষ প্রয়োজন ছাড়া ভ্রমণ নিষিদ্ব করা হয়েছে।
শুধুমাত্র কাজের জন্য যাতায়াতের অনুমতি দেয়া হয়েছে।

জাতীয় এই লকডাউনটি  বিজ্ঞানীরা সতর্ক করার পরে এসেছে।  প্রতি সপ্তাহে অর্ধ মিলিয়ন মানুষ করোনভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা রয়েছে বলে বিভিন্ন সুত্র নিশ্চিত করেছে।

প্রধানমন্ত্রীর চিফ মেডিকেল অফিসার ক্রিস হুইটি এবং চিফ সায়েন্টিফিক অ্যাডভাইজার স্যার প্যাট্রিক ভ্যালেন্সের সাথে আজ সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রী জাতীয় এই লকডাউনের ঘোষণা দেন।( খবর bbc)