• ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি: মানচেষ্টার, লন্ডন , এসেক্সে, ইয়র্ক সিটি সহ আসছে কড়াকড়ি

bilatbanglanews.com
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২০
ইংল্যান্ডে করোনা সংক্রমন আরো বৃদ্ধি:  মানচেষ্টার, লন্ডন , এসেক্সে, ইয়র্ক সিটি সহ আসছে কড়াকড়ি

বিবি এন নিউজঃ যুক্তরাজ্যে বসবাসরত বৃটিশ বাংলাদেশীদের মধ্যে আশংকাহারে করোনা ভাইরাস সংক্রমিত হচ্ছে।  করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি এবং হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় শুক্রবার মধ্যরাত থেকে মানচেষ্টার,  লন্ডন, এসেক্সে, ইয়র্কসহ বেশ কিছু শহরে আরো কড়াকড়ি আরোপ করা হচ্ছে। এর ফলে ইংল্যান্ডের অর্ধেকের বেশি এলাকায় অতিরিক্ত বিধিনিষেধের আওতায় আসবে।  হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক এখবর নিশ্চিত করেছেন।

লন্ডনের এমপিগন ও মেয়র সাদিক খানও বিবিসি এখবর নিশ্চিত করেন। নতুন করে আরোপ করতে যাওয়া বিধি নিষেধের ফলে হাউজ হোল্ড মিক্সিং বা এক ঘরের বাসিন্দা অন্য ঘরের বাসিন্দাদের সাথে দেখা করতে পারবেন না।

টায়ার ২ এর অধীনে পাব ও রেস্টুরেন্টেও পরিবারের সদস্যরা মিলিত পারবে না। একই সাথে গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ দেয়া হচ্ছে।

বিবিসি জানিয়েছেন গ্রেটার ম্যানচেস্টারে কভিডের সর্বোচ্চ বিধিনিষেধের স্তরে চলে এসেছে। এখানেও লিভাপরপুলের মত টায়ার ৩ বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

এদিকে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডনবাসী আরো কড়াকড়ি দেখতে চায় না। তবে মানুষের সুরক্ষায় জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি।

তিনি অতিরিক্ত অর্থ বরাদ্ধের জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সামনে শীতে খুব কঠিন সময় পার করতে হবে।