• ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ , ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

ছাতকে নোয়ারাই ইউনিয়ন মানবসেবা সোসাইটি’র পূর্নাঙ্গ কমিটি গঠিত

bilatbanglanews.com
প্রকাশিত সেপ্টেম্বর ১৮, ২০২০
ছাতকে নোয়ারাই ইউনিয়ন মানবসেবা সোসাইটি’র পূর্নাঙ্গ কমিটি গঠিত

 

বিবিএন নিউজঃছাতকে মানবসেবা সোসাইটি নামের একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। আর্তমানবতার সেবার লক্ষ্যে গঠিত নোয়ারাই ইউনিয়ন মানবসেবা সোসাইটির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে গত ৭ সেপ্টেম্বর। নোয়ারাই গ্রামে ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় নোয়ারাই ইউনিয়ন মানবসেবা সোসাইটির ২১১ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ সংগঠনের স্থায়ী কমিটিতে রয়েছেন ৫১ জন সদস্য। ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালেক রাজাকে প্রধান উপদেষ্টা করে ইউনিয়নের বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ১৫০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়েছে। নোয়ারাই ইউনিয়ন মানবসেবা সোসাইটিতে ফরিদ আহমদকে সভাপতি, আব্দুল কাইয়ূমকে সাধারণ সম্পাদক, খালেদ হাসানকে সাংগঠনিক সম্পাদক, বদরুল আলমকে অর্থ সম্পাদক করে ২১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এ সংগঠনের কমিটিতে সহ-সভাপতি ফখর উদ্দিন, আমীর হোসেন, জসীম উদ্দিন, মাও.রহমত উল্লাহ, সাদিকুর রহমান, দেওয়ান মিছবাউর রাজা রাজন, রোয়াব আলী, কামাল হোসেন, খালেদ আহমদ বাদশা, মাহবুব হোসেন, আমির আলী, মাস্টার আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক শাহিদ আলী, মাও.জামিল আহমদ, এনামুল হক, সোহাদ মিয়া, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ আহমদ সুহেল, কাওছার আহমদ, রবিউল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস শহিদ, আব্দুল কাইয়ূম, এনাম খাঁন, আল-আমিন, সাহাব উদ্দিন সুমন, কবির আহমদ, সিরাজুল ইসলাম, সমাজকল্যান সম্পাদক শাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এড. জাহেদ হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন ইমরান, সহ-আইন বিষয়ক সম্পাদক নূর হোসেন, সহ-অর্থ সম্পাদক কাওছার আহমদ, শাহেদ বক্স, জয়নুল হক রয়েছেন।