নিজস্ব প্রতিবেদক: রোটার্যাক্ট ক্লাব অব জালালাবাদ সিলেটের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা করেছে। আজকের স্বপ্নই-আগামীদিনের বাস্তবতা, ডিস্ট্রিক্ট ইয়ার লঞ্চিং প্রজেক্টের আওতায় ছড়িয়ে দাও অক্সিজেন, বাঁচিয়ে দাও প্রাণ এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়।
সোমবার সকাল ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ উমরশাহ তেররতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুকশানা বেগম, সহকারী শিক্ষিকা তপতী দাস অধিকারী, ও মোসাম্মত সুচনা আরা বেগম, রোটারিয়ান কয়েছ আহমেদ সুমন, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লায়েক আহমেদ, ডিস্ট্রিক্ট এডিআর এবং রোটারেক্ট ক্লাব জালালাবাদ এর পাস্ট প্রেসিডেন্ট প্রভাকর ভট্টাচার্য, ডিস্ট্রিক্ট এডিএস পাস্ট প্রেসিডেন্ট রাজীব চন্দ্র দাস, রোটারেক্ট ক্লাব জালালাবাদ এর (২৩-২৪) রোটাবর্ষের প্রেসিডেন্ট রোটাঃ সাইফুর রহমান সাইফ, সেক্রেটারি মিফতা জামি প্রমুখ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপন কর্মসূচিতে বিদ্যালয়ের চার পাশে ফলজ ও বনজের প্রায় ২০টি চারা গাছ রোপন করা হয়।