লতিফুর রহমান রাজু.সুনামগঞ্জ: সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন. গত ১৫ ডিসেম্বর থেকেই হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ আনুষ্ঠানিক ভাবে শুরু হয়েছে। এখনও অনেক জায়গাতেই কাজ শুরু হয়নি .তার কারণ অনেক জায়গাতেই পানি কমেনি এবং প্রকল্প অনুমোদন হয়নি। আজ যে প্রকল্প গুলো উত্তাপিত হলো সেই গুলোর অনুমোদন দিলাম। দ্রুত সময়ের মধ্যে নীতিমালার মধ্যেই পিআইসি গঠন করে কাজ শুরুর তাগিদ ও দিয়েছেন জেলা প্রশাসক। তিনি আরও বলেন লিখিত অনুমোদন দিতে দেরি হলে সব কিছু ঠিকঠাক থাকলে মৌখিক ভাবে ও কাজ শুরু করা যেতে পারে। পিআইসি গঠন করে কোন আপত্তি আছে কিনা খুব সময় দিয়ে কারো কোন আপত্তি থাকলে জানানোর ও সুযোগ দেয়া যেতে পারে। মনিটরং জোরদার সাইন বোর্ড অবশ্যই থাকতে হবে। দ্রুত কাজ শুরু না করলে সম্পন্ন করতে বেগ পেতে হবে কারণ পানি বা ঢল আসার আশংকা থাকে।
জেলা কমিটির সদস্য গণ বিগত বছরের সম্পন্ন করা বাঁধের কাজের ফাইনাল বিল পরিশোধ করার জন্য তাগিদ দেন। কেউ কোন অনৈতিক কাজ করলে জেলা কমিটির কাছে জানানোর জন্য বলেন জেলা কমিটি সহযোগিতা করবে। অপ্রয়োজনীয় বাঁধের কাজ না করার ও আহবান জানান।
২৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ জেলার ফসল রক্ষা বাঁধের কাজের জেলা মনিটরিং ও বাস্তবায়ন কমিটির সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিডিএলজি দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম. অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ. অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ. পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ১ মামুন হাওলাদার নির্বাহী প্রকৌশলী ২ সামসুদদোহা. বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলী আমজাদ. নুরুল মোমেন. আবু সুফিয়ান. পিপি এডভোকেট খায়রুল কবির রুমেন. হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়. সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি লতিফুর রহমান রাজু, সহ সকল ইউএনও ও এস ও গণ উপস্থিত ছিলেন।