• ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি

গ্রামীণ ব্যাংক লামাকাজী শাখায় গাছের চারা বিতরণ

bilatbanglanews.com
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৩
গ্রামীণ ব্যাংক লামাকাজী শাখায় গাছের চারা বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় শোক দিবস উপলক্ষে গ্রামীণ ব্যাংক কর্তৃক দেশব্যাপী ৩ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গ্রামীন ব্যাংক সুনামগঞ্জ যোনের ছাতক এরিয়ার অন্তর্গত বিশ্বনাথের লামাকাজী শাখায় উদ্যোগে মঙ্গলবার দুপুরে বৃক্ষমেলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ যোনের যোনাল ম্যানজার মোহাম্মদ মোশারেফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যোনের অডিট অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, উচ্চতর ব্যবস্থাপনা উন্নয়নে প্রশিক্ষনরত মোহাম্মদ বাবুল মিয়া, ছাতক এরিয়ার এরিয়া ম্যানেজার খন্দকার সোলায়মান ও শাখা ব্যবস্থাপক মো. আবদুল মালেকসহ শাখার সকল কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

শাখার লালারগাঁও গ্রামের ২২/ম কেন্দ্রে আয়োজিত বৃক্ষমেলায় লামাকাজী শাখার বিভিন্ন কেন্দ্রের সদস্যদের মধ্যে ১৫১০৭ টি গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও ছাতক এরিয়ার ১০টি শাখায় বৃক্ষমেলার আয়োজন করা হয়।