• ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৯ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ছাতকে অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভস্মীভূত

bilatbanglanews.com
প্রকাশিত জানুয়ারি ১২, ২০২৩
ছাতকে অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভস্মীভূত

 

আতিকুর রহমান মাহমুদ, ছাতক থেকে:xhznছাতকের পল্লীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এসময় প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
বুধবার রাত ১০টার দিকে উপজেলার দোলারবাজার ইউনিয়নের পালপুর দক্ষিণ হাটি গ্রামের মরহুম সমুজ আলীর বাড়িতে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, গ্রামের মরহুম সমুজ আলীর ৫ ছেলের পৃথক পৃথক সেমি পাকা বসতঘর ছিল। একটি বসত ঘর আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আশপাশের বসত ঘরগুলোতে। পরিবারের লোকজন দ্রুত বের হতে পারলেও ঘর থেকে কোন জিনিসপত্র উদ্ধার করতে পারেন নি। গ্রামের লোকজন অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণ করতে পারেন নি। ছাতক ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই ঘর গুলো আগুনে পুড়ে যায়। এ ঘটনায় রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।